পুলিশের সঙ্গে বিতণ্ডা, মানসিক প্রতিবন্ধী আটক

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০১৯, ১৮:৩৭
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে নয়ন মল্লিক নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে আটক করেছে পুলিশ। দুই পুলিশ সদস্যের বিতণ্ডার জেরে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার খাতিয়াল গ্রামে ডাসার থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সন্ধ্যার দিকে একটি মামলার তদন্তে যান। এসময় ওই এলাকার সিরাজুল ইসলামের প্রতিবন্ধী ছেলে নয়নের সাথে পুলিশের বাক-বিতন্ডা হয়। এক পর্যায় ওই প্রতিবন্ধী যুবক পুলিশের উপর হামলা চালায়। এতে কনস্টেবল জামাল হোসেন ও সুকান্ত বিশ্বাস আহত হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যান।’

এ হামলার ঘটনায় পাঁচজনকে আসামি করে ডাসার থানা ওসি তদন্ত নাসির উদ্দিন পুলিশের কাজে বাধা প্রদানে একটি মামলা করেন।

অভিযুক্ত নয়ন মল্লিকের মা খাদিজা বেগম বলেন, ‘আমার ছেলে নয়ন একজন প্রতিবন্ধী। তাকে আমরা এখনও মানসিক প্রতিবন্ধী ডাক্তার দেখাইতেছি।’

ডাসার থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, ‘আমরা একটি মামলার তদন্তের কাজে গেলে আমাদের উপর নয়নসহ বেশ কয়েকজন মিলে হামলা চালায়। এতে দুইজন পুলিশ সদস্য আহত হয়। পরে আমরা তাকে আটক করি ও তার বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করি। আসলে সে প্রতিবন্ধী কিনা আমরা জানি না।’

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা