পানিতে ডুবে মৃত্যু রোধে সাঁতার প্রতিযোগিতা

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০১৯, ২০:০৩
অ- অ+

কুড়িগ্রামে শিশু সুরক্ষা কর্মসূচির আওতায় পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে জনসচেতনতামূলক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে শহরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন পুকুরে সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি সেন্টারের উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।

এসময় আরো ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্ল্যাহ হামীম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ‘বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভের প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন এদেশে প্রায় ৪০ জনের বেশি শিশু পানিতে ডুবে মারা যায়। যা বছরে প্রায় ১৬ হাজার জন। শিশু সুরক্ষা কর্মসূচির আওতায় পানিতে ডুবে শিশু মৃত্যুহার কমাতে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে শিশুদের নিয়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।’

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার করার ওপর গুরুত্বারোপ আমীর খসরুর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা