পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৯, ২০:০৭

তুচ্ছ ঘটনার জেরে পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সরকারি কলেজ চত্বরে বিক্ষুব্ধ ছাত্ররা এ কর্মসূচি পালন করেন।

এসময় ছাত্ররা কলেজের প্রধান ফটক দখল করে রাখায় বন্ধ হয়ে যায় উপজেলা নির্বাচনের ইভিএমবিষয়ক প্রশিক্ষণ।

দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতীর হস্তক্ষেপে বিক্ষুব্ধ ছাত্ররা শান্ত হন।

বুধবার রাতে মোবাইল সার্ভিসিং সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় মোবাইল ব্যবসায়ী বাপ্পি ও রবিউলের লোকজন কলেজের ছাত্রদের মারধর করলে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে বাপ্পির বাসায় হামলা চালান। এ সময় বাপ্পী কৌশলে পালিয়ে যান। এলাকার একটি সংঘবদ্ধ দল এসময় ছাত্রদের ওপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে বিক্ষুব্ধ ছাত্রদের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৭ ছাত্র আহত হন।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :