বাজারে সেন্সরযুক্ত কনডম, সঙ্গীর অনুমতি ছাড়া প্যাকেট খুলবে না

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ মার্চ ২০১৯, ১৯:৫০| আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২০:১০
অ- অ+

কনডম নিয়ে দেশ-বিদেশে চলছে বিভিন্ন ধরণের পরীক্ষা-নিরীক্ষা৷ সঙ্গমকে আরও প্রাণবন্ত ও মধুর করে তুলতে এবার একেবারে নতুন ধরণের এক কনডম নিয়ে এলো টিউলিপান নামের একটি কোম্পানি৷

দীর্ঘদিন কনডমের রং, ফ্লেভার, ডটেড বা ডট ছাড়া প্রচলন ছিল৷ এমনকি, কনডমকে আকর্ষণীয় করে তুলতে এর প্যাকেটেও নানানরকম লেবেলিং করা হয়েছে৷

আর এবার বাজারে নিয়ে আসা হল একেবারে অভিনব স্টাইলের এক কনডম৷ যার প্যাকেটেই নতুন ঢং৷ তো কেমন প্যাকেট এই নতুন কনডমের?

জানা গেছে, টিউলিপান নামের এক কোম্পানি বাজারে নিয়ে এসেছে এই নতুন কনডম৷ যার প্যাকেটে খুলতে চাইলেই লাগবে আপনার পার্টনারের অনুমতি৷ অর্থাৎ, পার্টনারের অনুমতি ছাড়া কোনোভাবেই এই কনডমের প্যাকেট খোলা যাবে না৷

প্যাকেটটি একটি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এতে রয়েছে বিশেষ ধরণের এক সেনসর৷ এই সেন্সরই কিন্তু জানিয়ে দেবে আপনার পার্টনারের অনুমতি রয়েছে কিনা!

প্যাকেটের দু’পাশে রয়েছে বিশেষ ধরণের বোতাম৷ যেখানে দুজনের আঙুলের ছোঁয়া পড়লে তবেই প্যাকেট খুলবে৷ এবাদে আর কোনও পদ্ধতিতেই প্যাকেটটি খোলা সম্ভব হবে না৷ এরইমধ্যে বিশ্বের বেশ কিছু দেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এই কনডম৷

ঢাকাটাইমস/এমআই

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মহাপরিচালক
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা