পাকুন্দিয়ায় শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে যুবকের জেল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৯, ১৮:১৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম নাকিব ইসলাম দিদার (১৯)। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শেখেরগাঁও গ্রামের আতাউর রহমানের ছেলে।

জানা যায়, পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের সপ্তম শ্রেণিতে পড়–য়া এক শিক্ষার্থী পৌরসদরের টিএনটি রোড এলাকায় খালার বাসায় থেকে পড়াশোনা করে। ওই শিক্ষার্থীর খালা নাকিব ইসলাম দিদারের সম্পর্কে মামী হন। এ সুবাদে নাকিব ইসলাম দিদার পাকুন্দিয়ায় মামীর বাসায় আসেন। ঘটনার দিন মঙ্গলবার দুপুরের দিকে নাকিব ইসলাম দিদার জোরপূর্বক ওই স্কুল শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা করেন। টানাহেচড়ার এক পর্যায়ে ওই শিক্ষার্থীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুুবককে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে অভিযুক্ত নাকিব ইসলাম দিদার দোষী সাব্যস্ত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মোহাম্মদ মোকলেছুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে ওই যুবককে দ-বিধি ৫০৯ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/০২এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :