নেত্রকোণায় লরিচাপায় দুইজন নিহত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৯, ২১:২৯
অ- অ+

নেত্রকোণার দুর্গাপুরে বালুবোঝাই লরিচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হন।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শুকনাগুড়ি এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন- অটোরিকশাচালক দুর্গাপুরের লক্ষ্মীপর গ্রামের লালচান খা ও যাত্রী পূর্বধলা উপজেলার লাঠুনীয়া গ্রামের আজিজুল মিয়া। আহত তিনজনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘ইঞ্জিনচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে পূর্বধলা চৌরাস্তা থেকে দুর্গাপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সোমেশ্বরী নদীর বালু নিয়ে আসছিল লরিটি। শুকনাকুড়ি এলাকায় পৌঁছলে লরিটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক ও একজন যাত্রী ঘটনাস্থলে মারা যান।

লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লরিটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের অভিযান চলছে।’

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা