পিরোজপুরে মাদককে লাল কার্ড দেখাল স্কুল শিক্ষার্থীরা

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৫৭

পিরোজপুরের ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদককে লালকার্ড ও দেশপ্রেমকে সবুজ কার্ড দেখিয়েছে।

বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্চাসেবী সংগঠন ‘লাল-সবুজ উন্নয়ন সংঘ’র উদ্যোগে ছয়টি বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে নৈতিক শিক্ষা, সত্যবাদিতা, গুরুজনদের সম্মান, দেশপ্রেম ও মানবতাকে সবুজকার্ড প্রদর্শন এবং মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, ইভটিজিং এবং বাল্যবিবাহকে লালকার্ড এবং এসব প্রতিরোধের লক্ষ্যে শপথ গ্রহণকালে লালকার্ড প্রদর্শন করে।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি থেকে এ শপথবাক্য পাঠ করান।

স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাংবাদিক গৌতম চৌধুরী, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

উপস্থিত শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে লাল সবুজের পতাকার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে যে যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাবার শপথ গ্রহণ করে।

অংশ নেয়া বিদ্যালয়গুলো হচ্ছে- পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, কিয়াম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও পিরোজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :