স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই সফল হব: কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৬:৩৯ | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৯, ১৫:৪৪

জনগণ সম্পৃক্ত হলেই আন্দোলন সফল হবে বলে মন্তব্য করেছেন বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই জনগণ আন্দোলনের মাধ্যমে সফল হবে বলেও মনে করছেন অশীতিপর এ রাজনীতিক।

শনিবার গণফোরামের এক বর্ধিত সভায় শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা একথা বলেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভার আগে নেতারা ড. কামালকে ৮৩তম জন্মদিনের শুভেচ্ছা জানান।

গণফোরাম সভাপতি বলেন, ‘জনগণ সম্পৃক্ত হলে যে কোনও আন্দোলন সফল হবেই। এর প্রমাণ দেশে আছে। দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে সফল হবে। কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে যেসব তরুণরা সম্পৃক্ত ছিল তাদের জন্য সামনের দিনগুলোতে উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে।’

এক সময়ের আওয়ামী লীগ নেতা ড. কামাল হোসেন দলটি ছেড়ে এসে গঠন করেন গণফোরাম। আর ৩০ ডিসেম্বরের ভোটের আগে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনায় উঠে আসেন এ বর্ষীয়ান রাজনীতিক।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তির আগেই আমরা সফল হবো। দেশ আরও এগিয়ে যাবে। গণতান্ত্রিক আন্দোলনে দলের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে।’

দলে নতুন যোগ দেওয়া নেতাদের নামোল্লেখ করে কামাল বলেন, ‘তারা প্রত্যেকেই বিশিষ্ট ব্যক্তি। তারা নিজ নিজ জায়গায় বিখ্যাত ও গ্রহণযোগ্য। আমাদের সবাইকে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

বর্ধিত সভার আগে নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ড. কামাল হোসেন।

ঢাকাটাইমস/২০এপ্রিল/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশটা আজ কাঁটাতারে ঝুলছে, একাত্তরের মতো জেগে উঠতে হবে: গয়েশ্বর

উপজেলা নির্বাচন: আঁর প্রার্থীরে ভোট ন দিলে কেন্দ্রে আইয়েন না: কাদের মির্জা

সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কটের আহ্বান চরমোনাই পীরের

নয়াপল্টনে সমাবেশে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

গরম কমলে আরও বড় আন্দোলনে নামবো: হুঁশিয়ারি মান্নার

আওয়ামী লীগের যৌথসভা বিকালে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯ শর্তে নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি, কী সেগুলো?

মেডিকেল বোর্ডে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন খালেদা জিয়া 

বিশিষ্ট রাজনীতিক ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিনের ৪১তম মৃত্যুবার্ষিকী ২৪ মে

এই বিভাগের সব খবর

শিরোনাম :