শ্রমিকদের জন্য গাইলেন ফকির আলমগীর

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৩:১৭ | প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৯, ১৩:১৩

শ্রমিকদের খেটে খাওয়া জীবন নিয়ে লেখা নতুন একটি গানে কণ্ঠ দিলেন কিংবদন্তী গণসংগীত শিল্পী ফকির আলমগীর। গানটির শিরোনাম ‘ভালোবাসা তুমি’। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে এটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সিডি ভিশনের ইউটিউবসহ সকল ডিজিটাল মাধ্যমে গানটি ভিডিওসহ প্রকাশ হবে আগামী ১ মে।

‘ভালোবাসা তুমি’ গানটির কথা লিখেছেন এ প্রজেন্মর গীতিকার লিমন আহমেদ। সুর দিয়েছেন মুরাদ নূর এবং সংগীতায়োজনে আছেন অভিজিৎ জিতু।

গানটি প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘দীর্ঘদিন পর বিশেষ দিবসে মৌলিক গান গাইলাম। এর কৃতিত্ব মুরাদ নূর ও লিমন আহমেদের। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ভিন্নধর্মী এই গান তৈরিতে তাদের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে। গানটি অনেক আবেগ নিয়ে গেয়েছি। শ্রোতাদের ভালো লাগলে তৃপ্তি পাবো।’

গীতিকার লিমন বলেন, ‘গানটি বিশ্বের সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। খানিকটা ভিন্ন আঙ্গিকে এটি তৈরি করা হয়েছে। চমৎকার এই আয়োজনের জন্য মুরাদ নূর ভাইকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের গর্ব ফকির আলমগীর। তার কণ্ঠের জন্য এ গান লিখতে পেরে আমি আনন্দিত।’

অন্যদিকে মুরাদ নূর বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করে আনন্দ পাই। অনেক দিনের স্বপ্নের ফসল এই গান। ফকির ভাই, লিমন ও জিতুর প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ অন্য সবাইকে। সৃষ্টির অতৃপ্তি থেকেই সবাইকে অনেক জ্বালাতন করেছি। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই প্রত্যাশা করছি।’

ঢাকাটাইমস/২২এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :