‘অভিবাসী শ্রমিকদের মানোন্নয়নে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৯, ১৪:২৩
অ- অ+

পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মানোন্নয়ন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা। বলেন, ‘প্রবাসী শ্রমিকদের যে কোনো ধরনের অভিযোগ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে বিদেশে কর্মরত লেবার উইং। এ ছাড়া প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনর্বাসন ও ডাটাবেজ সংরক্ষণ ও কর্মসংস্থানের কার্যকর পদক্ষেপও নেওয়া হচ্ছে।’

বুধবার আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল সেমিনারে অংশ নেয়।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসী কর্মীদের জন্য প্রদত্ত সেবা সহজীকরণ, বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর সেবা বৃদ্ধির লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের ও বিদেশি উইংগুলোর সেবা সমন্বয় বাস্তবায়ন, সেবা বিকেন্দ্রীকরণ এবং বিদেশে কর্মরত অভিবাসী ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ওই সেমিনারে।

সেমিনারে অন্যদের মধ্যে ওই সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক নুরুল ইসলাম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিন জাহান, যুগ্ম সচিব মো. সারোয়ার আলম, আইআইডি প্রধান নির্বাহী সাঈদ আহমেদ এবং ব্রিটিশি কাউন্সিল পরিচালিত প্রোগ্রাম প্রকাশের টিম লিডার জেরি ফক্স প্রমুখ।

ঢাকাটাইমস/২৪এপ্রিল/ডিএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলের কেউ অপরাধ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা