দৌলতখানে এক লাখ চিংড়িরেণু জব্দ

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৯, ১৭:২৯
অ- অ+

ভোলার দৌলতখান উপজেলায় প্রায় এক লাখ চিংড়িরেণু জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুবেদার মোড় মেঘনা নদীর পাড় থেকে এগুলো জব্দ করা হয়। পরে রেণুগুলো নদী ও বিভিন্ন পুকুরে অবমুক্ত করা হয়।

পুলিশ জানায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার এসআই রিয়াজুল ইসলাম ও এসআই কল্লোল চৌধুরীসহ পুলিশের একটি দল উপজেলার মেঘনা নদীর পাড়ে অভিযান চালায়। এ সময় নদীর পাড়ের সুবেদার মোড় থেকে কয়েকটি জারে ভরা প্রায় এক লাখ চিংড়িরেণু জব্দ করা হয়।

রেণু বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

পরে চিংড়িরেণুগুলো মেঘনা নদীসহ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়। দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা