মেঘনায় পুলিশের ওপর জেলেদের হামলা, কনস্টেবল নিখোঁজ

চাঁদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৯, ১৩:১৪
ফাইল ছবি

চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে পুলিশের ওপর একদল জেলে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোশারফ হোসেন নামের এক কনস্টেবল নিখোঁজ রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে আসামি ধরতে ট্রলারযোগে হাইমচরের চরকোড়ালিয়ায় যাচ্ছিলো তারা। মেঘনা নদীর কলেজঘাট এলাকায় পৌঁছালে জাটকা ধরতে থাকা জেলেরা অতর্কিত পুলিশের ওপর হামলা চালায়।

এসময় নিখোঁজ হন পুলিশ সদস্য মোশাররফ। পরে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এদিকে নিখোঁজ পুলিশ সদস্যর সন্ধানে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস উৎদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি চাঁদপুরে জাটকা বিরোধী অভিযানে প্রশাসনের লোকজনের ওপর জেলেদের হামলা চালানোর আরও এক ঘটনায় ১৭ জেলেকে আটক করা হয়েছিল।

ঢাকাটাইমস/২৭এপ্রিল/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :