ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মে ২০১৯, ১৩:০৩ | প্রকাশিত : ০৭ মে ২০১৯, ১০:২৯

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটা ৪৫ মিনিটে।

সবকিছু ঠিক থাকলে এই ম্যাচের একাদশে ফিরবেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিথুন। নিউজিল্যান্ডের ডানেডিনে অনুষ্ঠিত বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে ম্যাচে ইনজুরির কারণে এই দুই ক্রিকেটার খেলতে পারেননি। মোহাম্মদ সাইফউদ্দিন যদি ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠেন তাহলে একাদশে ঢুকতে পারেন পেস-অলরাউন্ডার ফরহাদ রেজা।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ৩৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ১১টিতে জয় পেয়েছে। আর ২১টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়।

সিরিজে বাংলাদেশ আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামলেও ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। এর আগে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৬ রানে হারিয়েছে ক্যারিবীয়রা। এক ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন/ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): জন ক্যাম্পবেল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), জনাথন কার্টার, সুনিল আমব্রিস, রস্টন চেজ, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।

(ঢাকাটাইমস/৭ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :