দায়িত্বে অবহেলায় ডিএনসিসির নিরাপত্তা প্রহরীকে শোকজ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্তব্যকাজে অনুপস্থিত থাকা এবং ইচ্ছামাফিক দায়িত্ব পালন করার অভিযোগে একজন নিরাপত্তা প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযুক্ত নিরাপত্তা প্রহরীর নাম মো. মোজাম্মেল হক। তিনি বর্তমানে মহাখালী বাস টার্মিনালে কর্মরত।
অভিযোগে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমাজ কল্যাণ শাখা, অঞ্চল ৫ এর আওতাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে কমিউনিটি সেন্টারে কর্মরত থাকাকালে বহিরাগত ভ্যানগাড়ি ও অন্যান্য গাড়ি রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।
ঢাকা পৌর করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ১৯৮৯ এর ৩৯ (ক),(খ) ও (ঘ) উপধারায় দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
গত ২ মে ডিএনসিসি সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া স্বাক্ষরিত এক নোটিশের অভিযুক্ত মোজাম্মেল হককে সাত কর্মদিবসের মধ্যে এর কারণ দর্শাতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৮মে/কারই/জেবি)

মন্তব্য করুন