বিসিএস-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০১৯, ১৫:৫৫
অ- অ+

দেশের তথ্য প্রযুক্তির শীর্ষ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) আয়োজনে ১২ মে সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন.এম. জিয়াউল আলম, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সভাপতি মোজাহেদুল ইসলাম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সাধারণ সম্পাদক এমদাদুল হক, বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, মহাসচিব মোশারফ হোসেন সুমনসহ তথ্যপ্রযুক্তি সংগঠনের বিভিন্ন নেতা ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান। এসময় তিনি সকলকে নিয়ে একসঙ্গে কাজ করে আইসিটি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এতে দেশ, জাতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নিয়জিত ব্যবসায়ীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এই ইফতার মাহফিলে অনুষ্ঠানে বিসিএস এর কার্যনির্বাহী কমিটির বর্তমান ও প্রাক্তন সদস্য, সমিতির সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১২মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা