ছয় দফা দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০১৯, ২২:০১
অ- অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কারসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখা।

রবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ছয় দফার দাবির মধ্যে সপ্তাহে সাত দিন কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখা, শীতাতপ নিয়ন্ত্রিত গ্রন্থাগার, অটোমেশন পদ্ধতি চালু করা, গ্রন্থাগারে সিট, বই ও ফ্যানের সংখ্যা বৃদ্ধি করা।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি গৌতম করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রেমানন্দ দাসের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের হলগুলোতে তীব্র আবাসন সংকট থাকায় সেখানে পড়ার কোনো পরিবেশ নেই, তাই তাদের একমাত্র ভরসা কেন্দ্রীয় লাইব্রেরি। কিন্তু এই লাইব্রেরিরও বেহাল দশা। বিগত কয়েক বছর যাবত এসি নষ্ট হয়ে আছে, অথচ ঠিক করা হচ্ছে না। পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় গরমের দিনে সেখানে পড়ালেখা করা যায় না। সেখানে নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা। এমনকি পর্যাপ্ত বইয়ের ব্যবস্থাও নেই। অবিলম্বে এসব সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

(ঢাকাটাইমস/১২মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা