চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০১৯, ১২:৫০
অ- অ+

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারের কাছে ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকা তার ছেলে আবু তালহা (১৫) আহত হয়েছেন।

নিহত হাফিজুর রহমান উপজেলার নেহালপুর দোকানপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আবু তালহা ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, সকালে তার বাবার সঙ্গে মোটরসাইকে করে হিজলগাড়ী বাজারে যাচ্ছিলেন। এ সময় হিজলগাড়ী বাজারে পৌঁছানোর আগেই পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাবা হাফিজুর রহমান ও আবু তালহা মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কানিজ নাইমা বাবা হাফিজুরকে মৃত ঘোষণা করেন। আহত আবু তালহাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রকের চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেছেন। ট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার
সাংবাদিক কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতৃবৃন্দ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা