হুয়াওয়ের ফোনে গুগলের সব সুবিধা বন্ধ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০১৯, ১৩:৫৪| আপডেট : ২০ মে ২০১৯, ১৩:৫৮
অ- অ+

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সব ফোনে গুগলের সব সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে হুয়াওয়ের ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কিছু আপডেট বন্ধ করা হয়েছে। এতে করে বিশ্বব্যাপী হুয়াওয়ে ফোন ব্যবহারকারীরা অনিশ্চিয়তার মুখে পড়েছেন। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হুয়াওয়েকে ব্ল্যাক লিস্টে রাখা হয়েছে। ফলে হুয়াওয়ে আমেরিকাতে স্বতন্ত্রভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে না। তবে দেশটির কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে পারবে। ট্রাম্প প্রশাসনের এমন নীতির ফলে দেশটির বাজারে নতুন করে মুখ থুবড়ে পড়ল হুয়াওয়ে। ঐ তালিকায় হুয়াওয়েকে অন্তর্ভূক্ত করার পর গুগলের এই সিদ্ধান্ত এলো।

গুগল তাদের এক বিবৃতিতে জানিয়েছে তারা সরকারের নির্দেশনা মেনে চলছে এবং এর ফলাফল যাচাই করছে। হুয়াওয়ে এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

হুয়াওয়ে ব্যবহারকারীদের ওপর কী প্রভাব পড়বে? হুয়াওয়ে ফোনের বর্তমান ব্যবহারকারীরা অ্যাপ আপডেট করতে পারবেন এবং গুগল প্লে সার্ভিসেও আপডেটেড থাকতে পারবেন।

কিন্তু এ বছরের শেষে যখন গুগল অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সন বাজারে ছাড়বে, তখন সেটি হুয়াওয়ের স্মার্ট ডিভাইসে ব্যবহার নাও করা যেতে পারে।

যার অর্থ হলো, ভবিষ্যতের হুয়াওয়ের স্মার্ট ডিভাইসে ইউটিউব বা গুগল ম্যাপস এর মতো অ্যাপ নাও থাকতে পারে।

তবে ওপেন সোর্স লাইসেন্সের মাধ্যমে অ্যানড্রয়েডের যেই ভার্সনটি ব্যবহার করা যায় সেটি হুয়াওয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে।

গত বুধবার ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে 'এনটিটি লিস্ট' এ অন্তর্ভূক্ত করে। যার ফলে এই প্রতিষ্ঠানটি আর মার্কিন কোন প্রতিষ্ঠান থেকে লাইসেন্স ছাড়া প্রযুক্তিগত সহায়তা নিতে পারবে না।

এই তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার পর করা প্রথম মন্তব্যে হুয়াওয়ের প্রধান নির্বাহী রেন ঝেংফেই জাপানি গণমাধ্যমকে বলেন, `আমরা এরকম কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।’

পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বেশ কিছুদিন ধরেই সমালোচনার সম্মুখীন হচ্ছে হুয়াওয়ে।

হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করে চীন তাদের নাগরিকদের ওপর নজরদারি করছে- এমন সন্দেহ পোষণ করা হয়েছে বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে।

তবে হুয়াওয়ে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। হুয়াওয়ে বলেছে, তাদের কাজের ধারা কোন ধরণের নিরাপত্তা হুমকি তৈরি করে না এবং চীনের সরকারের সঙ্গে তাদের কাজের কোন সম্পর্ক নেই।

(ঢাকাটাইমস/২০মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা