বেশি দামে মাংস বিক্রি করায় তিন দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৯, ২৩:১৮
অ- অ+

সিটি করপোরেশনের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রির অভিযোগে তিনটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বিক্রির উদ্দেশে পচা-বাসি ইফতার রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মিরপুর এলাকায় এই অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল।

জব্বার মন্ডল ঢাকাটাইমসকে বলেন, ‘সিটি করপোরেশন থেকে গরুর মাংসের দাম ৫২৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠান নির্ধারিত দামের চেয়ে ২৫-৫০ টাকা বেশি দামে মাংস বিক্রি করছে। এছাড়া অনেকে আইন অনুযায়ী মূল্য তালিকা টানাননি। ইচ্ছে মতো মাংসের দাম রাখছিল। এসব অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়।’

‘অভিযানে বাসি ইফতার বিক্রয়ের উদ্দেশে সংরক্ষণের অপরাধে পূর্ণিমা রেস্তোরাঁকে বিশ হাজার টাকা ও মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

ঢাকাটাইমস/২৪মে/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা