কচুয়ায় ৮২ কেজির কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

চাঁদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০১৯, ১৬:১৪
অ- অ+

চাঁদপুরের কচুয়ায় ৮২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার করইশ গ্রামের বিলকিছ কমিশনারের বাড়ির কাছ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

জানা যায়, গত শুক্রবার বিকালে উপজেলার করইশ গ্রামের আবুল হাসেমের ওয়ালী উল্যাহ, তার ভাই ওসমান ও হানিফ মিয়ার ছেলে আমির হোসেন বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরার সময় পায়ে শক্ত বস্তুর আঘাত পান। পরে সেখানে দুই ফুট গর্ত করে মূতির্টি উদ্ধার করে। খবর পেয়ে রাতে কচুয়া থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে কচুয়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ রাসেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়।

শনিবার দুপুরে কচুয়া থানা ওসির কার্যালয়ে কচুয়া সার্কেলের এএসপি শেখ রাসেল সংবাদকর্মীদের জানান, মূর্তিটির ব্যাপারে প্রতœতত্ত্ব বিভাগকে খবর দেয়া হয়েছে। প্রতœতত্ত্ব বিভাগের লোকজন আসলে তাদের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।

ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা