জিয়নের পণ্য পৌঁছে দেব পেপারফ্লাই

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৯, ১৬:৩৬
অ- অ+

প্রযুক্তিভিত্তিক স্বাস্থ্যসেবা উদ্যোগ জিয়ন বাংলাদেশের পণ্যকে দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে কাজ করবে প্রযুক্তিখাতের প্রতিষ্ঠান পেপারফ্লাই।

সাম্প্রতিক এক চুক্তির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের বিপণীতে পেপারফ্লাইয়ের বিস্তৃত বিপণনকাঠামোর মাধ্যমে জীবনরক্ষাকারী ওষুধ পৌছে যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে শেরপুর জেলায় পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন জিয়ন বাংলাদেশের প্রধান নির্বাহী রূবায়েত খান এবং পেপারফ্লাইয়ের বিপনণ বিভাগের প্রধান রাহাত আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন জিয়নের ইম্প্যাক্ট ডিরেক্টর কেট ফেনিমোর, পেপারফ্লাইয়ের পরিচলন বিভাগের প্রধান রাজিবুল ইসলাম এবং মহাব্যবস্থাপক ইশতিয়াক আহসান।

কর্মকর্তারা বলছেন, দেশের প্রান্তিক পর্যায়ে অনেক জীবনরক্ষাকারী ওষুধ পাওয়া যায় না বলে অনেক মানুষ সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সামাজিক ব্যাবসায় প্রতিষ্ঠান হিসেবে জীবনরক্ষাকারী ওষুধকে প্রযুক্তির মাধ্যমে সবার কাছে নিয়ে যাওয়ার কাজ করছে জিয়ন। এবং পেপারফ্লাইয়ের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সেবাকাঠামো রয়েছে যে জিয়নের সেবাপণ্যকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাবে।

(ঢাকাটাইমস/১০জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা