টাঙ্গাইলে ছেলের হাতে বাবা ‘খুন’

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১০ জুন ২০১৯, ২১:১০
অ- অ+

টাঙ্গাইলের বাসাইলে ছেলের হাতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের টেঙ্গুরিয়াপাড়া গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ওই এলাকার খোরশেদ আলম (৭০)কে খুনের অভিযোগ উঠেছে তার ছেলে মাসুমের বিরুদ্ধে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, খোরশেদ আলমের তিন ছেলের মধ্যে দুই ছেলে প্রবাসী। আরেক ছেলে মাসুম বাড়িতে থাকত। মাসুম এ পর্যন্ত ছয়টি বিয়ে করেছে। ছয়টি বউ ডিভোর্সের ব্যাপারে বাবা খোরশেদ আলম ও ছেলে মাসুমের সঙ্গে ঝগড়া লেগেই থাকত। পরে সোমবার সকালে খোরশেদ আলমের লাশ বিলের মধ্যে পাওয়া যায়। তাদের অভিযোগ, অন্য কোনও সদস্য বাড়িতে না থাকার সুযোগে খোরশেদ আলমকে তার ছেলে মাসুম শ্বাসরোধ করে হত্যার পর বিলে লাশ ফেলে রাখে। এঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছে।

বাসাইল থানার ওসি এসএম তুহীন আলী বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে পলাতক রয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

(ঢাকাটাইমস/১০জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা