খন্দকার মোশাররফের হস্তক্ষেপে পিছু হটলেন ফরিদপুরের বাসমালিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০১৯, ১৯:৩০
অ- অ+
ফাইল ছবি

ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ফরিদপুর বাস মালিক সমিতি। ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের হস্তক্ষেপে বাস মালিক সমিতি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাস মালিকদের ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি খন্দকার মোশাররফ হোসেনের নজরে আনেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। বিষয়টি অবগত হওয়ার পর সাবেক মন্ত্রী বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাস মালিকরা ধর্মঘটে গেলে জনদুর্ভোগ তৈরি হবে। মানুষ বিপাকে পড়বে। গোটা দক্ষিণাঞ্চল স্থবির হয়ে পড়বে। এটি কখনোই হতে দেওয়া যাবে না। মানুষকে কোনোভাবেই জিম্মি করে এসব কর্মসূচি দেওয়া যাবে না। তিনি বাস মালিকদের ন্যায্য বিষয়গুলো দেখবেন বলে আশ্বাস দেন।

খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনা ও আশ্বাসের পর বাস মালিক সমিতি তাদের ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে।

এর আগে গোল্ডেন লাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জমিমানা করায় ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেলা বাস মালিক সমিতি।

(ঢাকাটাইমস/১১জুন/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা