ঝিনাইদহে ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০১৯, ১১:০৬
অ- অ+

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চালক জনি হোসেন (৩২) এবং তার সহকারী তৌহিদুল ইসলাম (২৬) নিহত হয়েছেন। রবিবার সকাল ৬টার দিকে উপজেলার ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কালীগঞ্জ ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের মধ্যে থেকে ড্রাইভার ও হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহত চালক জনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক আলীর ছেলে ও হেলপার তৌহিদুল একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খুলনা থেকে কুষ্টিয়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১৭৭০) কালীগঞ্জের ছালাভরা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর থেকে খালের মধ্যে পড়ে যায়। এতে ট্রাকের মধ্যে থাকা ড্রাইভার জনি ও হেলপার তৌহিদ ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বর্ষায় রোগভোগ কাবু করে ফেলে শরীরকে, সুস্থ থাকতে যা খাবেন এবং যা খাবেন না
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, ফল জানবেন যেভাবে
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা