সূত্রাপুর ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি
নিজস্ব প্রতিবেদ, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৬ জুন ২০১৯, ১৪:১৮| আপডেট : ১৬ জুন ২০১৯, ১৫:০৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেয়া হয়েছে।
শনিবার রাতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির এই আদেশ দেয়া হয়।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে সূত্রাপুর থানায় এবং তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে ১২ জুন এক আদেশে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলামকে সূত্রাপুর থানায় বদলি করা হয়। নতুন আদেশের মাধ্যমে ওই বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬জুন/এসএস/জেবি)

মন্তব্য করুন