‘রাস্তার নামে খাল, আর কতকাল?’

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৯, ১৭:৩০
অ- অ+

দীর্ঘদিন ধরে অবহেলা-অচলাবস্থায় পড়ে থাকা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি-কুমিল্লা বিশ্ববিদ্যালয়মুখী রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১২টায় কোটবাড়ি মোড় সংলগ্ন ভাঙা-কর্দমাক্ত রাস্তার পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রাও অংশ নেয়।

মানববন্ধনে যোগ দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'সিটি করপোরেশন, তোমার ঘুম ভাঙবে কবে?', 'রাস্তার নামে খাল, আর কতকাল?', 'আশ্বাসে কেন নেই কাজ?', 'রাস্তার বাজেট, ভরায় কার পেট' ইত্যাদি।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শালবন বিহার, ময়নামতি জাদুঘর, বৌদ্ধ মন্দির, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা ক্যাডেট কলেজসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে এই রাস্তায়। অথচ ছয় মাসেরও বেশি সময় ধরে সংস্কারের কথা বলে রাস্তাটি পড়ে আছে অবহেলায়। সংশ্লিষ্ট প্রশাসনকে বারবার জানিয়েও রাস্তার কাজের কোনো অগ্রগতি হয়নি। ভাঙা এই রাস্তায় দিনদিন ভোগান্তি বাড়ছেই। এ ব্যাপারে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রসহ দায়িত্বশীলদের কোনো ভ্রুক্ষেপই নেই।

ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়া বক্তারা আরও বলেন, আগামী এক মাসের মধ্যে এই রাস্তার সংস্কারকাজ শেষ করতে হবে, অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফের সঞ্চালনায় বক্তব্য দেন আশরাফুল রহমান ভূঁইয়া, আল আমিন; শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সভাপতি ইলিয়াস হোসেন সবুজ প্রমুখ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা