আজও আক্ষেপে পোড়েন পরিণীতি

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ১৯ জুন ২০১৯, ১০:১০

সুজিত সরকার পরিচালিত বলিউড সিনেমা ‘পিকু’ সাড়ম্বরে মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এই ছবিতে বাবা ও মেয়ের সম্পর্ককে সুন্দর ও সাবলীলভাবে দর্শকের সামনে তুলে ধরেছিলেন নির্মাতা সুজিত। সেখানে বাবা ও মেয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোন। কিন্তু অমিতাভ বচ্চনের মেয়ের চরিত্রটির জন্য প্রথম প্রস্তাব দীপিকা নয়, দেয়া হয়েছিল আরেক নায়িকাকে। তিনি প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন পরিণীতি চোপড়া।

সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার চ্যাট শো বিএফএফ-এ টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে এসেছিলেন পরিণীতি চোপড়া। সেখানে আড্ডার এক ফাঁকে এই তথ্য জানান পরিণীতিই। বলেন, সামান্য কনফিউশনের জন্য এমন একটি চরিত্র ও ছবি তিনি হাতছাড়া করেছিলেন। পরিণীতির কথায়, ‘আমি ছবিটি করব না বলিনি। কিন্তু ওই একই সময়ে আরও একটি ছবি হওয়ার কথা ছিল। এই কনফিউশনে ‘পিকু’ হাতছাড়া হল। এদিকে অন্য ছবিটিও হল না। ফলে দুদিক থেকেই আমার ক্ষতি হয়েছিল।’

শোয়ের একপর্যায়ে এই প্রজন্মের জনপ্রিয় দুই নায়ক সিদ্ধার্থ মালহোত্রা এবং আদিত্য রায় কাপুরকে টেনে আনেন উপস্থাপক নেহা। পরিণীতিকে তিনি জিজ্ঞেস করেন, প্রেম ও বিয়ে নিয়ে এই দুই তারকাকে তিনি কী জ্ঞান দিতে চান। চটজলদি উত্তরে পরিণীতি বলেন, ‘এদের দুজনকেই আমি খুব ভালো করে চিনি। এই মুহূর্তে ওরা কমিট করার মতো মানসিক অবস্থায় নেই। তাই বলব, যেমন চলছে তেমনই চলুক। তবে যেদিন মনের দিক থেকে তৈরি হবে, সেদিন স্থায়ী গার্লফ্রেন্ডই যেন হয়।’

পরিণীতি অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘কেশরী’। ছবিটি মুক্তি পায় গত ২১ মার্চ। এখানে তিনি অভিনয় করেন অক্ষয় কুমারের বিপরীতে। সদ্য তিনি শেষ করেছেন দিবাকর ব্যানার্জী পরিচালিত ‘সন্দীপ অর পিংকি ফারার’ ছবির কাজ। এখানে তার নায়ক অর্জুন কাপুর। হাতে রয়েছে ‘ভাজ’। এই ছবিতে পরিণীতির সহশিল্পী অজয় দেবগন, সঞ্জয় দত্ত ও সোনাক্ষী সিনহা। এছাড়া ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহালের বায়োপিকেও তার অভিনয়ের কথা রয়েছে।

ঢাকাটাইমস/১৯ জুন/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :