দীর্ঘ ছুটির পর রবিবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০১৯, ১৭:২৪

শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামি রবিবার খুলছে জগন্নাথ বিশ^বিদ্যালয় (জবি)।

বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তরসমূহ ২৩ জুন (রবিবার) থেকে যথারীতি শুরু হবে। এমনটাই জানিয়েছে বিশ^বিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।

শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ১৯ মে (রবিবার) থেকে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ২ জুন (রবিবার) হতে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তর বন্ধ ছিল। ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তরসমূহ ২৩ জুন (রবিবার) থেকে যথারীতি শুরু হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় খোলা উপলক্ষ্যে ইতিমধ্যে সারাদেশের বিভিন্ন স্থান থেকে ফিরতে শুরু করেছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেকে অবশ্য নানা প্রয়োজনে ঈদের পরপরই ঢাকায় ফিরেছেন।

(ঢাকাটাইমস/২১জুন/আইএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :