‘ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর ভূমিকা অনেক’

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০১৯, ১৮:২৪
অ- অ+

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন, ‘ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধু অনেক ভূমিকা রেখেছিলেন। বঙ্গবন্ধুই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।’

মঙ্গলবার কিশোরগঞ্জ সার্কিট হাউজ সম্মেলনকক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জেলা পর্যায়ে মাজার শরিফ ও খানকা তত্ত্বাবধায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডিসি বলেন, ‘এক হাজার খ্রিষ্টাব্দ থেকেই মাজার ও খানকাহের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা শুরু হয়েছিল। আল্লাহর ওলিরা মরে গেলেও তার প্রভাব মরেনি। ইসলামের প্রচার প্রসারে মাজার খানকাহ বিরাট অবদান রাখছে। বিশে^র অনেক স্থানে মাজার খানকাহের মাধ্যমেই ইসলামের প্রচার হয়েছে বেশি। বাংলাদেশেও ইয়েমেন থেকে ৩৬০ জন আউলিয়া এসে ইসলাম প্রচার করেছেন। দেশের অনেক স্থানেই পুরাকীর্তি ও মাজার দেখা যায়। মাজার ও খানকাহের মাধ্যমে ধর্মীয় জ্ঞানচর্চা হয়ে থাকে।’

তিনি বলেন, ‘ইসলাম হলো এমন ধর্ম যেখানে জ্ঞানের প্রচারে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তবে কেউ ধর্মের নামে মাজার ও খানকাহের পবিত্রতা নষ্ট করলে ছাড় পাবে না।’সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক একে এম শামসুল ইসলাম খান মাসুম, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু।

(ঢাকাটাইমস/২৫জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা