শিশু খুনের অভিযোগে পিতা ও সৎ মা আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০১৯, ১৮:৩১
অ- অ+

হবিগঞ্জের মাধবপুরে চার বছরের শিশু বায়েজিদকে শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎ মা ও পিতাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বায়েজিদের মা নিলুফা বেগম বাদী হয়ে একটি এজাহার করেন। পরে দুপুরেই উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে বায়েজিদের পিতা জুনাইদ মিয়া ও সৎ মা পান্না বেগমকে আটক করেছে পুলিশ।

শিশু বায়েজিদের মা নিলুফা বেগম লিখিত অভিযোগে জানান, গত মঙ্গলবার সকালে সৎ মা নিলুফা ও তার পিতা জুনাইদ মিয়াসহ বাড়ির অন্যান্য লোকজন বায়েজিদকে পরিকল্পিতভাবে গলার শ^াসরোধ করে হত্যা করেছে। বায়েজিদের মুখে ও গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা ধামাচাপা দিতে মঙ্গলবার সকালেই তড়িঘড়ি করে বায়েজিদের লাশ দাফন করার প্রস্তুতি নেয়া হয়। ছেলে মারা যাবার খবর পেয়ে নিলুফা নারায়ণপুর গ্রামে গিয়ে লাশ দাফনে বাধা দেন। পুলিশ বায়েজিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

মাধবপুর থানার ওসি (চলতি দায়িত্ব) কামরুজ্জামান জানান, বায়েজিদের মা নিলুফা বেগম সৎ মা পান্নাকে প্রধান আসামি করে একটি এজাহার দিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৎ মা পান্না বেগম ও বায়েজিদের বাবা জুনাইদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জকে শান্তির মডেল গড়তে ঐক্যের ডাক দিলেন সেলিম প্রধান, ১৮ জুলাই রোডমার্চ
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা