‘শেরপুরে যুব মহিলা লীগের একটি অংশ বিশৃঙ্খলা করছে’

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০১৯, ২২:৫৮| আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২৩:০২
অ- অ+

শেরপুরে যুব মহিলা লীগের নামে একটি নব্য অংশ বিশৃঙ্খলা সৃষ্টির রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। শনিবার বিকালে শহরের বটতলা মোড়ে জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংগঠনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুব মহিলা লীগ এ সভার আয়োজন করে।

এসময় ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠন যুব মহিলা লীগ আজ সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছে। এজন্য যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিলের নির্দেশনায় শেরপুরে জেলা যুব মহিলা লীগ প্রতিষ্ঠার পর থেকে দলীয় ও জাতীয়সহ নানা কর্মসূচি পালন করে আসছে। আমাদের নেতৃত্বে যখন যুব মহিলা লীগ সংগঠিত, ঠিক তখন দলের দায়িত্বশীল মহলের প্রত্যক্ষ ইন্ধনে স্থানীয় একটি নব্য অংশ যুব মহিলা লীগের নামে বিশৃঙ্খলা সৃষ্টির রাজনীতি করছে। তাদের ওই সংগঠনবিরোধী কর্মকাণ্ড কেন্দ্রে জানানো হয়েছে। কাজেই তাদের সেই অপরাজনীতির ফাঁদে না পড়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সেই সাথে শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলের আত্মনিয়োগ করতে হবে।’

এরপর সাবেক এমপি শ্যামলী নেতাকর্মীদের নিয়ে সভাস্থলেই যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটেন।

এসময় উপস্থিত ছিলেন- যুব মহিলা লীগ নেত্রী হাফিজা মুনমুন, লাবনী আক্তার, পারুল বেগম, মাহমুদা রহমান শিমু, নুরজাহান ঝরণা, মাহমুদা বেগম, পারভীন আক্তার, তাহেরা পারভীন রূপা, স্মৃতি আক্তার, বেবী আক্তার বুবলী, রিপা আক্তার প্রমুখ।

এর আগে সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক নারী অংশ নেন। রঙিন ব্যানার-ফেস্টুন, রঙ-বেরঙের বেলুনসহ প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ কারুকাজ শোভা পায় ওই শোভাযাত্রায়।

ওই সময় নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে শহরকে কাঁপিয়ে তুলেন। রাস্তার দুই পাশ থেকে ব্যবসায়ীসহ উৎসুক জনতা হাত নেড়ে তাদের স্বাগত জানান।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস: প্রেস উইং
এসএসসিতে আফরিন কবির জিদনীর কৃতিত্ব
রূপগঞ্জকে শান্তির মডেল গড়তে ঐক্যের ডাক দিলেন সেলিম প্রধান, ১৮ জুলাই রোডমার্চ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা