নতুন স্কুটার আনল টিভিএস

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০১৯, ১১:০৩
অ- অ+

জনপ্রিয় স্কুটার এনটর্ক ১২৫ এলো নতুন রঙে। নতুন রঙ ও আকর্ষণীয় ডিজাইনে স্কুটারটি উপস্থাপন করা হয়েছে। এতে রয়েছে একগুচ্ছ নতুন ফিচার।

এন টর্ক স্কুটারটিতে রয়েছে ১২৪.৭৯ সিসির সিভিটআই-রেভ ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৯.৩ বিএইচপি শক্তি এবং ১০.৫ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। স্কুটারটি ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার গতিতে ছুটতে পারবে।

ম্যাট সিলিভার রঙে পাওয়া যাবে স্কুটারটি। ২০১৮-১৯ সালের অন্যতম জনপ্রিয় স্কুটার এনটর্ক। ইতিমধ্যে ভারতে ৯ টি পুরস্কার জিতেছে এই স্কুটার। শুধুমাত্র ডিস্ক ব্রেক ভেরিয়েন্টে পাওয়া যাবে এন টর্ক ১২৫। দিল্লিতে ড্রাম ব্রেক ভেরিয়েন্টে এই স্কুটারের দাম শুরু হচ্ছে ৫৮ হাজার ৫৫২ রুপি থেকে।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম লঞ্চ হয়েছিল টিভিএস এনটর্ক ১২৫। এটা ভারতের প্রথম কানেক্টেড স্কুটার। এই স্কুটারে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। এই স্কুটারে রয়েছে ‘টি’ এর মতো দেখতে টেল ল্যাম্প। ১২ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ডে টাইম রানিং লাইট রয়েছে স্কুটারে। একাধিক রাইডিং মোডে এই স্কুটার চালানো যাবে।

(ঢাকাটাইমস/৭জুলাই/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা