কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০১৯, ১৮:২৮
অ- অ+

কুষ্টিয়ার মিরপুর থানার একটি মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের আসাদুল হিড়ের দুই ছেলে মো. মান্নান ও আনিছুর রহমান এবং একই গ্রামের সামাদ আলীর ছেলে আব্দুস সালাম।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর বিকালে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল জেলার মিরপুর থানার তাঁতিবন্ধ চারমাইল এলাকার কুষ্টিয়া-মেহেরপুর সড়কে তিন চাকা বিশিষ্ট আলগামন গাড়ি আটক করে তল্লাশি করে গাড়িতে বিশেষ কায়দায় রাখা ১৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এই ঘটনায় গাড়ির চালক ও দুই আরোহীকে আটক করে জব্দকৃত মাদকসহ মিরপুর থানায় দেওয়া হয়। মিরপুর থানা মামলা দায়ের করে ২০১৮ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেয়।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মাদক মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৯জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাস করেনি কেউ
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭
‘শাপলা’ না রাখার ব্যাখ্যা দিল ইসি, কোন ১১৫টি প্রতীক চূড়ান্ত তালিকায়
প্রধান বিচারপতি নিয়োগসংক্রান্ত দুই বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা