কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় গৃহবধূ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০১৯, ২২:২২
অ- অ+

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় গুনজানা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা স্বাধীন (০৪) নামে এক শিশু আহত হয়।

শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিহত গুনজানা মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকার সামসুল হকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৫টার দিকে গুনজানা খাতুন ও স্বাধীন উপজেলার কাতলামারী এলাকায় গুনজানা খাতুনের জামাই বাড়ি যাচ্ছিলেন। এসময় রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এসময় গুনজানা খাতুন ও স্বাধীন আহত হয়।

গুনজানা খাতুনের জামাই সুমন তার শাশুড়ির মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় বিকালে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা