পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অপরাধে যুবক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৯, ২২:৪৬

পদ্মা সেতু নির্মাণে লক্ষাধিক মানুষের মাথার প্রয়োজন এমন গুজব ছড়ানোর অপরাধে কুমিল্লায় খোকন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

শনিবার রাতে জেলার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়ে রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, খোকন মিয়া নামে ওই যুবক তার ফেসবুক আইডি থেকে ৭ ও ১০ জুলাই যথাক্রমে ‘মাথা কাটা থেকে সাবধান হুশিয়ার’ এবং ‘একটি বিশেষ সংবাদ’, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিতে পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে মানুষের মাথা খুব প্রয়োজন। তাই মানুষের মাথা কেটে নেয়া হচ্ছে’ শিরোনামে দুটি স্ট্যাটাস দেয়। তার এই স্ট্যাটাস পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরই প্রেক্ষিতে জেলা সাইবার ক্রাইম ইউনিট ঢাকার পুলিশ কর্তৃপক্ষের সহায়তায় খোকনকে গ্রেপ্তার করে। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনসেটটিও জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :