জবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৯, ০০:০৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৪ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। প্রতিযোগিতার ফাইনালে দর্শন বিভাগ চ্যাম্পিয়ন এবং ফিন্যান্স বিভাগ রানার্স আপ হয়।

রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সবুজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া এবং রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মডারেটর সুমন কুমার মজুমদার।

৫২টি দলের অংশগ্রহণে গত ১৬ ফেব্রুয়ারি ১৪তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। দীর্ঘদিন প্রতিযোগিতা শেষে দর্শন বিভাগ দলের দ্বীন ইসলাম, সানজিদা ও রিসাত আরা চ্যাম্পিয়ন এবং ফিন্যান্স বিভাগ দলের আরিফ, আলিম ও অন্তু রানার্স আপ হন। ডিবেট অব দ্যা ফাইনাল হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা দ্বীন ইসলাম এবং ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট হয় ইংরেজি বিভাগের নাহিদ হাসান।

বিশ^বিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে নবীন বিতার্কিক শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

(ঢাকাটাইমস/১৪জুলাই/আইএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :