ক্রিকেটকে খেলা হিসাবে মানছে না রাশিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০১৯, ১৯:৫২
অ- অ+

ক্রিকেট কোনো খেলাই নয়। তাই সেদেশের ‘রেজিস্ট্রি অব স্পোর্টস'-এ নাম রইল না ক্রিকেটের। এর ফলে রাশিয়ায় কেউ ক্রিকেট খেললেও তা কোনও খেলা বা সেই ব্যক্তিকে কোনো খেলোয়াড় বলে স্বীকৃতি দেবে না সরকার। ইংল্যান্ডের বিশ্বজয়ের পরদিনই রাশিয়ার ক্রীড়ামন্ত্রী পাভেল কলোবকোভের স্পষ্টতই জানিয়েছেন, ‘ক্রিকেট কোনো খেলা নয়। তাই খেলা হিসাবে ক্রিকেটকে স্বীকৃতির প্রস্তাব আমরা প্রত্যাখান করছি।’

তবে রাশিয়াই প্রথম নয়, আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাও ক্রিকেটকে খেলা হিসাবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল। যদিও পরে সেই সিদ্ধান্তে বদল আসে। তবে রাশিয়ার এই ক্রিকেট ‘বিরোধী’ অবস্থান আগেও সামনে এসেছে। মারিয়া শারাপোভা স্পষ্টতই জানিয়েছেন, শচীন টেন্ডুলকার নামে তিনি কাউকে চেনেন না। যা নিয়ে ভারতীয়দের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল।

তবে কেবলমাত্র ক্রিকেটই নয়, মুয়া থাই নামের বক্সিংও রাশিয়ার ‘রেজিস্ট্রি অব স্পোর্টস' তালিকায় জায়গা পায়নি। সেই নিয়েই সমালোচনায় সরব হয়েছেন অনেকে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, ফুটবলের পর বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেট, সেই খেলাকেই স্বীকৃতি না দিয়ে কী প্রমাণ করতে চাইল ভ্লাদিমির পুতিনের দেশ?

(ঢাকাটাইমস/১৯ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা