সিংড়ায় সেতু ভেঙে ২০ গ্রামের যোগাযোগ বিছিন্ন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০১৯, ২১:৩৩
অ- অ+

আত্রাই নদীর পানির স্রোতে নাটোরের সিংড়া উপজেলার পানাউল্লাহ খালের বখতারপুর সেতু ভেঙে পড়েছে। শুক্রবার সকালে হঠাৎ সেতুটির এক পাশে হেলে যায়।

পরে দুপুরে পানির তোড়ে সেতুটি ভেঙে গেলে উপজেলা সদরের সাথে বখতারপুর, গোবিন্দনগন, বারোইহাটি, ডাকমন্ডবসহ অন্তত ২০টি গ্রামের প্রায় কুড়ি হাজার লোকের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে।

ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার বলেন, সেতুটি হঠাৎ ভেঙে পড়ায় প্রায় ২০ হাজার লোকের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এখন পানির তোড়ে পাশের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল বলেন, সেতু ভেঙে যাওয়ার খরব পেয়ে ছুটে এসেছি। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পরামর্শক্রমে বন্যাকবলিত লোকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

নাটোর এলজিডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাজমিল খান বলেন, বখতারপুর সেতুটি ভেঙে যাওয়ায় আপাতত সেখানে একটি বাঁশের সাকো তৈরি করা হবে। আর বন্যার পরে নতুন করে পরিকল্পনা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা