এই বিশ্বকাপ সারাজীবন মনে থাকবে: ম্যাককলাম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০১৯, ১০:১৯
অ- অ+

অধিনায়ক থাকালীন বিশ্বকাপে রানার-আপ হওয়ার স্বাদ আগেই পেয়েছেন ব্রেন্ডন ম্যাকককলাম। ২০১৫-র বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে প্রথমবার রানার-আপ হয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু গতবারের হারের সঙ্গে এবারের হার তিনি তুলনা করতে চান না।

ম্যাককলাম বলেছেন, ‘২০১৫-র ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব খারাপভাবে আমরা হেরেছিলাম। কখনোই ম্যাচের মধ্যে ছিলাম না। কিন্তু এবারের হারের সঙ্গে তা তুলনায় আসে না। এবার আমরা হারিনি। একজন চ্যাম্পিয়নের মতোই খেলেছি। হেরেছি বাউন্ডারির নিরিখে। যা হৃদয়বিদারক।’

সঙ্গে যোগ করেন, ‘ম্যাচ শেষে ওদের সঙ্গে কথা বলি। ওদের বোঝাই, এই ম্যাচের জন্যই এক দিন ওরা গর্বিত হবে। সেদিন এই দুঃখ ভুলে আনন্দে ভেসে যাবে। ওদের জন্য আমরাও গর্বিত।’

জানা গিয়েছে, ফাইনাল শেষে দলের প্রত্যেকের সঙ্গে কথা বলেন ম্যাককলাম। যা নিয়ে তিনি বলেছেন, ‘ম্যাচ শেষে ড্রেসিংরুমে ওদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাই। সবাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল। প্রত্যেককে বলি, ভেঙে পড়ার কিছু হয়নি। এই পারফরম্যান্সই একদিন ওদের হাতে কাপ তুলে দিতে পারে। একটি ম্যাচ দিয়ে কারও দক্ষতার বিচার হয় না।’

বিশ্বকাপে নিউজিল্যান্ডের খেলা দেখে তাঁদের কোন জায়গায় রাখবেন সাবেক অধিনায়ক? ম্যাককলামের উত্তর, ‘আরও একটি সুযোগ হাতছাড়া করেছি। সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এই বিশ্বকাপ আমাদের সারাজীবন মনে থাকবে। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে যে ক্রিকেট আমরা খেলেছি তা অসামান্য। আর ফাইনালে একবারও ইংল্যান্ডকে মাথার উপর বসতে দিইনি। ক্রমাগত চাপ তৈরি করেছি। ক্রিকেট বিশ্বকে বুঝিয়ে দিয়েছি, নিউজিল্যান্ড আর যাই হোক, আন্ডারডগ নয়।’

২০২৩ সালে ভারতে বিশ্বকাপ। তখন জিমি নিশাম, ট্রেন্ট বোল্টরা খেলবেন কিনা, ঠিক নেই। তবে যাঁরাই খেলুন, নিউজিল্যান্ডকে কেউ আর হালকাভাবে নেবে বলে মনে হয় না।

(ঢাকাটাইমস/২১ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা