কী হয়েছে জোকোভিচ-জেলিনা দম্পতির?

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ১৬:৩৯
অ- অ+

নোভাক জোকোভিচের বিয়ে ভাঙছে?‌ স্ত্রী জেলিনার সঙ্গে সম্পর্ক তলানিতে?‌ ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে সার্বিয়ানের?‌ এবার উইম্বলডন চলাকালীন জোকোভিচের স্ত্রীর গ্যালারিতে অনুপস্থিতি দেখেই প্রশ্নগুলো উঠছে।

এমনিতে জোকোভিচ দাবি করেন, তাঁর জীবনের মূল স্তম্ভই জেলিনা। তিনি কোর্টে মানেই উৎসাহ দিতে পৌঁছে যান তাঁর স্ত্রী। গতবার উইম্বলডন চলাকালীন জেলিনার পোস্টেও ছিল গভীর প্রেমের ঝলক, ‘‌থ্যাঙ্ক ইউ মাই লাভ। আমাদের জীবনে আরও খুশি নিয়ে এসো তুমি’‌।

কিন্তু সেই জেলিনাই গত রবিবার উইম্বলডনে ঐতিহাসিক ফাইনালে রজার ফেদেরারকে হারানোর দিনে উপস্থিত থাকার প্রয়োজন মনে করেননি!‌ জোকোভিচ নিজেও কোনও যুক্তি দেখাতে পারেননি। শুধু বলেছেন, ‘‌আমার স্ত্রী এই মুহূর্তে লন্ডনের বাড়িতে আছে মেয়ে তারাকে নিয়ে।’‌ ‌আর ঐতিহাসিক ম্যাচ জিতে পরে জোকোভিচ বলেন, ‘‌গ্যালারিতে আমার পুত্র স্টিফান আর বাবা–মা ছিল বলে জয়টা আরও স্পেশাল মনে হচ্ছে।’‌

কিন্তু জোকোভিচ জেলিনার নাম এড়িয়ে গেলেও সূত্রের খবর, পাঁচ বছরের বিবাহিত জীবনে সমস্যার মেঘ ঘনীভূত। আগের জায়গায় নেই সম্পর্কটা। সমস্যার কারণ কী, তা অবশ্য জানা যাচ্ছে না। তবে কিছু একটা হয়েছে, আর তা যেমন–তেমন নয়, জেলিনা আর জোকোভিচের আচরণেই স্পষ্ট।

(ঢাকাটাইমস/২২ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই উইমেন্স ডে উপলক্ষে জনতা ব্যাংকের আলোচনা সভা
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা