‘ডিসেম্বরের মধ্যে যমুনায় স্থায়ী বেড়িবাঁধ’

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ১৮:৪৯
অ- অ+

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘বন্যা একদিন থাকুক আর ১০ দিন থাকুক- দেশের মানুষকে কোন প্রকার কষ্ট করতে দেব না। বন্যার্তদের আমরা শুকনো খাবার ও চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। পাশের দেশ ভারত ও চীনে এবারের বন্যায় অনেক মানুষ মারা গেলেও বাংলাদেশে এ পর্যন্ত একজনও মারা যায়নি। আগামী ডিসেম্বরের মধ্যে যমুনায় স্থায়ী বেড়িবাঁধের টেন্ডার ও কাজ শুরু করা হবে।’

সোমবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে কোন প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের যাতে কোন ক্ষতি না হয়, সেই লক্ষ্যে দেশের উন্নয়ন করা হবে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ-খবর নিচ্ছে। তারই নির্দেশনায় আমরা দ্রুত সময়ের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ কিছু পায়। আর খুন, গুম ও পেট্রোল বোমা মেরে গাড়িতে আগুন জ¦ালিয়ে মানুষ মেরে যারা ক্ষমতা আসে তারা শুধু নিজেদের নামে ব্যাংক ব্যালেন্স করে উন্নয়ন করে। বিভিন্ন ষড়যন্ত্রে তারা লিপ্ত থাকে। দেশের মানুষকে নিয়ে তারা কখনও চিন্তা করে না। ওই সব অপশক্তিদের উস্কানিতে প্রিয়া সাহা বাংলাদেশের নামে ট্রামের কাছে বদনাম করেছে।’

জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, টাঙ্গাইল-৩ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্ কামাল, কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী।

আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার রহমান প্রমুখ। এসময় ৪০০ জনকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা