ত্রাণ বানভাসিদের কাছে পৌঁছাচ্ছে না: জিএম কাদের

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০১৯, ১৫:৩৯
অ- অ+

দেশের বেশ কয়েকটি জেলায় লাখ লাখ বানভাসি মানুষের কাছে যথাযথভাবে ত্রাণ সামগ্রী পৌঁছছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সরকার বরাদ্দ দিলেও তা বন্যার্ত মানুষের মধ্যে ঠিকমতো বণ্টন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

বুধবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এই ত্রাণ বিরতণ করা হয়।

সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘প্রত্যেক বানভাসির কাছে ত্রাণ সামগ্রী যথাযথভাবে পৌঁছানোর ব্যবস্থা করেন। না হলে এসব বিষয় সংসদে উত্থাপন করা হবে।’

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২৪জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা