শত্রু থেকে কাছাকাছি সাফা-রোহান

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৫ জুলাই ২০১৯, ১২:৩৯
অ- অ+

একটা নাচের স্কুল খুলেছেন ছোটপর্দার সুপরিচিত মুখ অভিনেত্রী সাফা কবির। একটি ভাড়া বাড়িতে চলে তার স্কুলটি। ছোট ছেলে-মেয়েরা নাচ শিখতে আসে তার কাছে। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ তার স্কুলের দিকে নজর পড়ে পাড়ার বখাটে ছেলেদের। সেই বখাটেদের নেতা হলেন চিত্রনায়ক ইয়াশ রোহান।

সাফার নাচের স্কুল বন্ধ করতে একদিন রোহান তার বন্ধুদের নিয়ে হামলা চালায়। কিন্তু পরে জানতে পারে, সাফাই সেই মেয়ে, যাকে একটি অনুষ্ঠানে নাচতে দেখে প্রেমে পড়েছিল রোহান। এরপর রোহান স্কুল বন্ধ না করে নিজেই সাফার কাছে নাচ শিখতে চলে যায়। শত্রু থেকে হয়ে যান ছাত্র।

এমনই গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘ড্রিম অ্যান্ড লাভ’। নাটকটি রচনা করেছেন এস এম সালাহ উদ্দিন। পরিচালনা করছেন মাকসুদুল হক ইমু। গত মঙ্গলবার থেকে রাজধানীর বনশ্রীতে শুরু হয়েছে শুটিং। সেখানে অংশ নেন গল্পের প্রধান দুই চরিত্র ইয়াশ রোহান ও সাফা কবির। নির্মাণ শেষে নাটকটি আসন্ন ঈদ আয়োজনে এনটিভিতে প্রচার হবে।

সাফা-রোহান ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মিনাক্ষী ও সিয়াম নাসিরসহ প্রায় ৭০ জন নৃত্যশিল্পী। নাটকটি নিয়ে অভিনেত্রী সাফা কবির বলেন, ‘সুন্দর একটি গল্পের নাটক। আশা করি দর্শকরা আনন্দ পাবেন।’ সাফার সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেন রোহানও। এই দুই তারকা আগেও বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধেছেন।

ঢাকাটাইমস/২৫ জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা