ঢাবির সিনেটে তিনজনের উপাচার্য প্যানেল চূড়ান্ত

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ১৮:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বিশেষ অধিবেশনে তিন সদস্যের উপাচার্য প্যানেল চূড়ান্ত করেছেন সিনেট সদস্যরা।

বুধবার বিকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ এই সিনেট অধিবেশন শুরু হয়। বিকাল তিনটায় শুরু হয়ে আধা ঘণ্টার মধ্যে এই অধিবেশন শেষ হয়ে যায়।

বিশেষ অধিবেশনে ১০৫ সদস্যের মধ্যে ৯৫ জন উপস্থিত ছিলেন।

চূড়ান্ত হওয়া প্যানেলে থাকা তিনজন হলেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল।

এর আগে মঙ্গলবার আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল তাদের মধ্যকার এক রুদ্ধদ্বার বৈঠকে ঠিক এই প্যানেলেই চূড়ান্ত করে এবং আজ সিনেটের অধিবেশনে নীলদল তাদের এই প্যানেল উত্থাপন করলে কোনো বিপক্ষ প্রস্তাব না থাকায় তিন সদস্যের এই প্যানেলই চূড়ান্ত করেন সিনেট সদস্যরা।

জানা যায়, বিভিন্ন কারণ দেখিয়ে সিনেটের বিশেষ এই অধিবেশন বর্জন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ-১৯৭৩ এর আর্টিক্যাল ১১ (১) ধারা অনুযায়ী নির্বাচিত হওয়া তিনজনের এই প্যানেল পাঠানো হবে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে রাষ্ট্রপতি একজনকে ভিসি হিসেবে নিয়োগ দেবেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এমআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :