‘ক্যাম্পাস পরিষ্কার রাখি, সবাই সুস্থ থাকি’

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ১৮:৪০

ক্যাম্পাস পরিষ্কার রাখি, সবাই সুস্থ থাকি প্রতিপাদ্যকে সামনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বুধবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।

সেলিম ভূঁইয়া বলেন, ‘সারাদেশে ডেঙ্গু মহামারী রূপ ধারণ করেছে। ইতিমধ্যে বেশ কিছু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং কয়েকজন মৃত্যুবরণও করেছেন। আসলে ডেঙ্গু মূলত আমাদের অসচেতনতার কারণেই হয়ে থাকে। আমরা যদি সবাই সবার জায়গা থেকে সচেতন ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি তাহলেই ডেঙ্গু আক্রান্ত থেকে মুক্তি পেতে পারি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করবে।

রোভার স্কাউট সদস্যরা তিন ভাগে বিভক্ত হয়ে কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং শান্ত চত্বর থেকে মেইন গেইট পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করে।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নুর মোহাম্মদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/আইএইচ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :