কাশ্মির নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৯, ০৯:৩৫| আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ০৯:৪০
অ- অ+

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার আওতায় কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। এই মামলার শুনানি আজ মঙ্গলবার।

এ ব্যাপারে আবেদন করেছিলেন কংগ্রেসকর্মী তেহসিন পুনাওয়ালা। পুনাওয়ালার দাবি, কেন্দ্র যে সিদ্ধান্তগুলি নিয়েছে তা সংবিধানের ১৯ ও ২১ নং অনুচ্ছেদের পরিপন্থী।

মঙ্গলবার মামলার শুনানি হবে তিন বিচারপতির বেঞ্চে। এই বেঞ্চের শীর্ষে রয়েছেন বিচারপতি অরুণ মিশ্র। অন্য দুই বিচারপতি হলেন এম আর শাহ এবং অজয় রাস্তোগী। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

এ ছাড়াও কাশ্মীর টাইমসের একজিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিন অন্য একটি মামলাও দায়ের করেছেন। ৩৭০ ধারা সম্পর্কিত সিদ্ধান্ত ঘোষণার পর কর্মরত সাংবাদিকদের ওপর যে বিধিনিষেধ জারি করা হয়েছে তা প্রত্যাহার করার কথা বলা হয়েছে ওই মামলায়। সুপ্রিম কোর্টে সে মামলার দ্রুত শুনানির জন্য বলা হতে পারে।

কংগ্রেসকর্মী তেহসিন পুনাওয়ালার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তেহসিন পুনাওয়ালার ৩৭০ ধারা সম্পর্কে কোনো মতামত রাখছেন না, কিন্তু কারফিউ বা বিধিনিষেধ প্রত্যাহার চাইছেন। একইসঙ্গে জম্মু কাশ্মীরজুড়ে যেভাবে ফোনলাইন, ইন্টারনেট ও নিউজ চ্যানেল সম্প্রচার বন্ধ রাখা হয়েছে, সে নির্দেশ তুলে নেয়া হোক চাইছেন তিনি।

এ ছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সুপ্রিম কোর্ট মুক্তি দেয়ার আদেশ দিক, এমনটাই বলা হয়েছে পুনাওয়ালার আবেদনে।

৬ আগস্ট জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করে নরেন্দ্র মোদির সরকার। এই প্রস্তাব অনুযায়ী, জম্মু-কাশ্মিরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল হওয়ার পাশাপাশি পূর্ণ রাজ্যের মর্যাদাও তাদের আর থাকছে না। জম্মু-কাশ্মির এবং লাদাখকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হচ্ছে। জম্মু-কাশ্মির হতে চলেছে বিধানসভা পরিচালিত কেন্দ্রশাসিত অঞ্চল। আর লাদাখ হবে প্রশাসক দ্বারা পরিচালিত কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের এই সিদ্ধান্ত মেনে নেয়নি অধিকাংশ কাশ্মিরি। প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান, চীন, তুরস্কসহ অনেক মুসলিম দেশ।

ঢাকাটাইমস/১৩আগস্ট/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা