বাগেরহাট হাসপাতালে রক্ত পরীক্ষার আধুনিক মেশিন দিলেন তন্ময়

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৯, ২৩:১২
অ- অ+
ফাইল ছবি

বাগেরহাট-২ আসনের তরুণ সংসদ সদস্য প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘আকস্মিকভাবে সারাদেশে ছড়িয়ে পড়া মশাবাহিত ডেঙ্গু রোগ মোকাবিলায় বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ যেসব উদ্যোগ নিয়েছে- তা প্রশংসনীয়। তারা ডেঙ্গু রোগ প্রতিরোধে আক্রান্তদের রক্ত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে আলাদা কেন্দ্র খুলেছে। ডেঙ্গু আক্রান্তদের নির্দিষ্ট স্থানে বেডের ব্যবস্থা করা হয়েছে। বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত সাধারণ মানুষের রক্তের পরীক্ষা যাতে হাসপাতাল কর্তৃপক্ষ সহজে করতে পারে, সেজন্য আমি এই মেশিনটি কিনে দিলাম। আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও আমার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

বুধবার বিকালে সদর হাসপাতালে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের রক্ত পরীক্ষার আধুনিক মেশিন (অটোমেটেড সেল কাউন্ট) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাগেরহাটে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের রোগ নির্ণয়ের সুবিধার্থে সদর আসনের এই সাংসদ ব্যক্তিগত অর্থ দিয়ে এই আধুনিক মেশিনটি কিনে সদর হাসপাতালে দেন। পরে তিনি ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

তিনি আরও বলেন, ‘বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। তার মধ্যে যেভাবে এখানকার চিকিৎসক ও নার্সরা ডেঙ্গু রোগীদের শনাক্ত করে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন এবং এখনো দিচ্ছেন- তাতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। তাদের এমন সেবার মানসিকতা সব সময় অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করব।’

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন ও সিভিল সার্জন ডা. জি কে এম শামসুজ্জামান তার সাথে ছিলেন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. জি কে এম শামসুজ্জামান বলেন, ‘বাগেরহাট সদর আসনের সাংসদ শেখ তন্ময় তার ব্যক্তিগত অর্থ দিয়ে রক্ত পরীক্ষার অটোমেটেড সেল কাউন্ট নামে একটি আধুনিক মেশিন কিনে সরবরাহ করেছেন। রক্তের বিভিন্ন সেল পরীক্ষার জন্য এই মেশিনটি খুব আধুনিক। এটি পাওয়ায় আমাদের এখানে আসা রোগীদের রক্তের পরীক্ষা-নিরীক্ষা সহজ হয়েছে। এই মেশিনে শুধুমাত্র ডেঙ্গু রোগের পরীক্ষা নয়, সবধরনের রোগের রক্তের পরীক্ষা করা যাবে।’

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা