এক ফোনে তিন ডিসপ্লে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৯, ১১:১৯
অ- অ+

শিগগিরই শুরু হচ্ছে ইউরোপের বৃহত্তম টেক ইভেন্ট আইএফএ ২০১৯। ৬ থেকে ১১ সেপ্টেম্বর এই ইভেন্ট চলবে। সেখানে তিনটি ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করবে এলজি। ইতিমধ্যেই সে স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

সম্প্রতি ইউটিউবে ২০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে এলজি। সেখানে নতুন প্রযুক্তির এই ডিসপ্লে দেখা গিয়েছে। নতুন এই টিজার দেখে অনেকেই মনে করছেন ফ্ল্যাগশিপ সিরিজে এলজি ভি৬০ থিঙ্ক ফোন লঞ্চ করতে চলেছে সিওলের কোম্পানিটি। ২০১৯ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে লঞ্চ হয়েছিল এলজি ভি৫০ থিঙ্ক। এবার সেই ফোনের উত্তরসূরী লঞ্চ করতে চলেছে এলজি।

অনেকে আবার বলছেন এই ফোল্ডেবেল ডিসপ্লে। স্যামসাং ও হুয়াওয়েই ইতিমধ্যেই ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। প্রতিযোগীতায় টিকে থাকতে এবার ফোল্ডেবেল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে আসতে চলেছে কোম্পানি। স্যামসাং গ্যালাক্সি নোট ফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগীতার সম্মুখীন হতে পারে এই ফোন। এই ফোনে নতুন প্রযুক্তি ডিসপ্লের সাথেই থাকতে পারে ৫জি কানেক্টিভিটি। তবে এই ফোন সম্পর্কে এখনও বেশি তথ্য সামনে আসেনি।

তবে জনপ্রিয় টেক ওয়েবসাইট দ্য ভার্জ এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এটা কোন স্মার্টফোন নয়। এলজি ভি৫০ থিঙ্ক ফোনের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যাবে এমন একটা ডিসপ্লে নিয়ে আসছে এলজি। এর ফলে ভি৫০ থিঙ্ক ফোনে ডুয়াল স্ক্রিন অভিজ্ঞতা হবে।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বার্সিলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে লঞ্চ হয়েছিল এলজি ভি৫০ থিঙ্ক। এটাই এই মুহুর্তে দক্ষিণ কোরিয়ার কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা