ছক্কা হাঁকানোয় সচিনের রেকর্ড ছুঁলেন সাউদি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৯, ১৭:৪৭
অ- অ+

টেস্ট ক্রিকেটে সচিন টেন্ডুলকরের রেকর্ড ছুঁলেন টিম সাউদি৷ শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে গল টেস্টে৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টের প্রথম ইনিংসে একমাত্র ছক্কা হাঁকিয়ে লিটল মাস্টারের রেকর্ড স্পর্শ করেন কিউয়ি পেসার৷

গল টেস্টের দ্বিতীয় দিন ধনঞ্জয় ডি’সিলভাকে ছয় মারেন সাউদি৷ সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে সচিনের ছয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেন কিউয়ি পেসার৷ ম্যারাথন টেস্ট কেরিয়ারে মাত্র ৬৯টি ছক্কা হাঁকিয়েছেন সচিন৷ বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট খেলা সচিন ৬৯টি ছয় মেরেছেন ৩২৯ ইনিংসে৷ কিন্ত মাত্র ৬৬টি টেস্টে এবং ৯৬টি ইনিংসে সচিনের ছয়ের রেকর্ড স্পর্শ করেন সাউদি৷

সচিনকে ছোঁয়ার পাশাপাশি কয়েকজন কিংবদন্তি ক্রিকেটারকে ছয় রেকর্ডে পিছনে ফেলেন দেন এই কিউয়ি পেসার৷ ইয়াম বোথাম, এবি ডি’ভিলিয়ার্স এবং সনৎ জয়সূর্যর মতো ব্যাটসম্যানকে টপকে যান সাউদি৷ শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে ছক্কা হাঁকানোর নিরখে ১৭ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের টেলেন্ডার৷ টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে প্রাক্তন কেউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের৷ পাঁচ দিনের ফর্ম্যাটে ১০৭টি ছয় মেরেছেন প্রাক্তন কিউয়ি ব্যাটসম্যান৷

গল টেস্টে ২৪৯ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস৷ এতে ব্যাট হাতে সাউদির অবদান ২২ বলে ১৮ রান৷ শেষ পর্যন্ত রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি৷ টেস্ট ক্রিকেটে বছর তিরিশের পেসারের রান রয়েছে ১৫৫০৷ এর মধ্যে ৭৭ বার অপরাজিত রয়েছেন তিনি৷ পাঁচটি হাফ-সেঞ্চুরি রয়েছে সাউদির ঝুলিতে৷

শুক্রবার টেস্টের তৃতীয় দিন শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২৬৭ রানে বেঁধে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড৷ কিন্তু শুরুতেই কিউয়ি ইনিংসে ধস নামে৷ মাত্র ৯৮ রানে পাঁচ কিউয়ি ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান শ্রীলঙ্কান বোলাররা৷ এদিন চা-বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১২৪৷

(ঢাকাটাইমস/১৬আগস্ট/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা