ভৈরবে দুই ছিনতাইকারীসহ মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে চিহ্নিত দুই ছিনতাইকারীসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ভুবন ও একই এলাকার বিজয়, মাদক কারবারি মোরাদ।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহলুল খান বাহার জানান, ভুবন, বিজয় একাধিক ছিনতাই ও মাদক মামলার আসামি। রাতে ভুবনকে ১০ পিস ইয়াবা ও বিজয়কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। মাদক কারবারি মোরাদকে ১৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক তিনজনকেই কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)

মন্তব্য করুন